কক্সবাজারের উখিয়া থানাধীন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পানবাজার পুলিশ ক্যাম্প ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত মো. আমিন উদ্দিন (২২) কক্সবাজারের রামু থানার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা।
এপিবিএন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৯ এর সি/৯ ব্লকস্থ একটি দোকানের সামনে এক ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন বলে জানতে পারি।
উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আমিন উদ্দিন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২৭, তারিখ-১৩/০৮/২০২৫) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএন কর্মকর্তা।