নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে একটি পিস্তল (ওয়ান শুটার) সহ এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে থ্যাংখালী বাজারে এই অভিযান চালানো হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য কিছু সন্ত্রাসী গোষ্ঠী মাদক, চোরাচালান, গুম, খুন, অপহরণসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এসব প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে।
এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল থ্যাংখালী বাজারে একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে ইজিবাইকের সিটের নিচে লাল কাপড় দিয়ে মোড়ানো একটি পিস্তল (ওয়ান শুটার) উদ্ধার করা হয়।
আটককৃত ইজিবাইক চালক মো. নুরুল আবছার (৩১), উখিয়ার বালুখালীর সৈয়দ নূরের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিস্তলটি বহন করছিল এবং অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে এটি নিয়ে যাচ্ছিল বলে জানান ইজিবাইক চালক মো. নুরুল আবছার।
আটককৃত আসামি, উদ্ধারকৃত পিস্তল এবং ইজিবাইক উখিয়া থানায় হস্তান্তর করে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি।
তিনি আরও বলেন, উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।