কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৯ মিঃমিঃ পিস্তলের ৫ রাউন্ড গুলি সহ মো. আমীন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আটক মো. আমীন বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হাকিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন,বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু সন্ত্রাশী গোষ্ঠি দেশের আইনশৃঙ্খলা অবনতি করার জন্য দেশের বিভিন্ন স্থানে মাদক,চোরাচালানী,গুম,খুন, অপহরণসহ নানাবিধ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে।
কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় এরুপ কোন ধরণের ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে ঊর্ধ্বতন দপ্তরের বিভিন্ন নির্দেশনা মোতাবেক সকল আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতা জোরদারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪) বিজিবি হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ওবিএম পোস্টের সামনে দিয়ে নৌকাযোগে ১ জন ব্যক্তিকে আসতে দেখে পোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে তল্লাশীর একপর্যায়ে তার কাছে থাকা কালো ব্যাগের ভিতর থেকে ৯ মিঃমিঃ পিস্তলের ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উক্ত পিস্তলের গুলি বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছিল।তিনি আরও বলেন,এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
######