শিরোনাম ::
হার্টের রিং-এর দাম সর্বোচ্চ ৮৮ হাজার টাকা কমাল সরকার অভ্যুত্থানের মূল লক্ষ্য বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা ও তার পরিবারের সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩ শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি রামুতে জামায়াতের বিশাল গণ মিছিল ও সমাবেশ চকরিয়ায় রহিম হত্যা মামলা বিনা পারিশ্রমিকে আইনী সহায়তার দায়িত্ব নিয়েছেন আইনজীবী মিজবাহ লাখ টাকা ঘুষ দাবীর রেকর্ডিং ভাইরাল, রামু থানার এসআই চিরঞ্জীব প্রত্যাহার আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর হলে,লেখাপড়ার সুন্দর আবহও তৈরি হবে- চকরিয়ার ইউএনও আতিকুর রহমান
August 5, 2025, 12:39 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

উখিয়ায় সন্ত্রাসী বাহিনীর হামলায় ২ সাংবাদিক গুরুতর আহত!

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ১৪, ২০২২

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার কোটবাজারে রত্নপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক জসিম আজাদ ও শরীফ আজাদ। হামলার শিকার সাংবাদিকদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদার পুত্র তাহসিনের নেতৃত্বে দুই সহোদর সাংবাদিকদের উপর দেশীয় অস্ত্রধারী ৩০/৩২ জন যুবক অতর্কিত হামলা চালায়। অই যুবকদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন শরীফ আজাদ ও জসিম আজাদ। হামলার সময় তাদের শারীরিকভাবে লাঞ্চিতও করা হয়, ছিড়ে ফেলা হয় পড়নের কাপড়।

আহত সাংবাদিক শরীফ আজাদ বলেন,” আমি ও আমার ভাই আমাদের অফিসের সামনে দাঁড়িয়ে ছিলাম। অতর্কিত অবস্থায় চেয়ারম্যান পুত্র ও তার সাথে থাকা সাবেক মেম্বার নুরুল হক মনুর দুই পুত্রসহ ৭/৮ জন চিহ্নিত সন্ত্রাসী আমাদের উপর হামলা করে, প্রাণনাশের হুমকি দিয়ে অবরুদ্ধ করে রাখে।”

শরীফ বলেন,” স্থানীয় জনগণ মৃত্যুর মুখ থেকে আমাদের কে উদ্ধার করে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এই ঘটনার পরপর সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাধারণ জনতা রাস্তায় নেমে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

উখিয়া থানা পুলিশের একটি সুত্র জানিয়েছে, এঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দুজন কে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র।

এদিকে, সাংবাদিকের উপর হামলার ঘটনায় কক্সবাজার শহর থেকে রিপোর্টাস ইউনিটি কক্সবাজারে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকদের সংগঠনটির একটি প্রতিনিধি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম বলেন,” এঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

প্রসঙ্গত, শরীফ আজাদ রিপোর্টাস ইউনিটি উখিয়ার সভাপতি ও অনলাইন গণমাধ্যম চট্টগ্রাম ২৪ এর সম্পাদক ও প্রকাশক এবং তার ভাই জসিম আজাদ দৈনিক ভোরের কাগজের উখিয়া প্রতিনিধি ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: