শিরোনাম ::
হরতালের সমর্থনে চকরিয়ায় মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ চকরিয়ায় দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫ সৈয়দ নূরের আকস্মিক মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি- শাহজাহান চৌধুরী চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এবার সংসার জীবনে জুটিবদ্ধ হলেন দেশসেরা তীরন্দাজ রোমান ও দিয়া

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩


নীলফামারী, ০৫ জুলাই – খেলার মাঠের পর এবার সংসার জীবনে জুটি বাঁধলেন দেশসেরা তীরন্দাজ খুলনার রোমান সানা ও নীলফামারীর দিয়া সিদ্দিকী। বুধবার দুপুর ২টা ২০ মিনিটে নীলফামারীর একটি কমিউনিটি সেন্টারে উভয় পরিবারের সদস্য ও আর্চারি ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে ধুমধামের সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশে আর্চারির নাম বললেই যাদের কথা চলে আসে তারা হলেন খুলনা জেলার রূপসা উপজেলার জয়পুর পূর্ব রূপসা গ্রামের রোমান সানা ও নীলফামারী সদর উপজেলার সাংবাদিক নুর আলমের কন্যা দিয়া সিদ্দিকী। এরা দুজনেই দেশ ও দেশের বাহিরে খেলে একাধিকবার সফল তীরন্দাজ হয়েছেন। বয়ে এনেছেন দেশের সুনাম।

এদিকে বেশ কিছুদিন ধরে ক্রীড়াঙ্গনে গুঞ্জন চলছিল রোমান ও দিয়ার বিয়ের বিষয়টি। দিয়া সম্প্রতি নিজেও বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। সেটি বুধবার দুপুরে বাস্তবে রূপ নিল। উভয় পরিবারের সম্মতিক্রমে পাঁচ লাখ ১০১ টাকা দেনমোহর নির্ধারণ করে কনের হাত, কান ও গলার স্বর্ণ বাবদ দুই লাখ টাকা নগদ পরিশোধ করে নীলফামারীর একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে উভয় পরিবারের আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি আনিছুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজিব আহমেদ চপ্পল, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরণ, কোচ মাট্রিন ফেডথরিথ, টেইনার ফারুক ডালিসহ আর্চারি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে একই কমিউনিটি সেন্টার দিয়া সিদ্দিকীর গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বরসহ প্রায় ৩০ জন বরযাত্রী মঙ্গলবার রাতে নীলফামারীতে এসে শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাতযাপন করেন। দুপুর দেড়টার দিয়ে বরকে নিয়ে কমিউনিটি সেন্টারে আসেন বরযাত্রী। এরপর ধুমধামের সঙ্গে তাদের বিয়ের সম্পন্ন হয়।

তাদের বিয়েতে উকিল হন বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের রংপুর ব্যুরোপ্রধান আনজারুল ইসলাম জুয়েল।

২০২১ সালের টোকিও অলিম্পিক ও একই সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আর্চারির চাম্পিয়ন শিপে বাংলাদেশের সাফল্য আসে রোমান সানা ও দিয়া সিদ্দিকীর হাতের তীর-ধনুকে। মাঠের পর সংসার জীবনেও তাদের ভালোবাসা অটুট থাকুক এমনটাই প্রত্যাশা করেন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ আর্চারি ফেডারশের সাধারণ সম্পাদক কাজী রাজিব আহমেদ চপ্পল বলেন, এই জুটি বিয়ের পর আর্চারিতে আরও বেশি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

কোচ মাট্রিন মাট্রিন ফেডথরিথ জানান, তাদের বিয়েতে তিনি খুব খুশি। তাদের দাম্পত্য জীবন সুখের হোক এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দিয়া সিদ্দিকী জানান, প্রথম পর্যায়ে বড় ভাইয়ের সম্পর্ক তৈরি হলেও এক পর্যায়ে তা গড়ায় প্রেমে। এরপর দুই পরিবারের সম্মতিতে আজকের এ বিয়ে। আগে আন্তর্জাতিক পর্যায়ে জুটিবদ্ধ হয়ে খেলে যেমন দেশের সুনাম অর্জন করেছেন; বিয়ের পরেও তারা সেই ধারা অব্যাহত রাখবেন বলে দিয়া জানান।

রোমান সানা বলেন, বিয়ের পরেও আগামীতে নিজের সর্বোচ্চটা দিয়ে আমরা আর্চারিকে এগিয়ে নিয়ে যাব। দিয়াকে আগে যেমন সার্পোট দিয়েছি এখন আরও বেশি সার্পোট দিতে পারব। এতে আমরা শতভাগ ভালোটা দেশবাসীকে উপহার দিতে পারব।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৫ জুলাই ২০২৩


আরো খবর: