নিজস্ব প্রতিবেদক::
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক দিনে দুই স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। অভিযানে বান্দরবান সীমান্ত এলাকার দুইজন ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।
২১ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালুর দোকান সড়কের উত্তর পাশে অবস্থানরত একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। আটক আবদুল আলম (২১) বান্দরবান থানচি এলাকার বাসিন্দা। এই সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় উখিয়া থানার হলদিয়া পালং ইউনিয়নের চিতাখোলা রাস্তায় অবস্থানরত অন্য একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। আটক মিজানুর রহমান (২৮) নাইক্ষ্যংছড়ি এলাকার বাসিন্দা। এই সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টানা অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার ও ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, “জেলাজুড়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”