নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় একটি যৌথ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার দিবাগত রাতে (২২ জুলাই) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়ার (৫নং ওয়ার্ড) জুম্মারপাড়া এলাকার একটি লবণের মাঠ থেকে একটি একনলা বন্দুক ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে নিয়মিতভাবে মাদক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে নৌবাহিনী।