নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ও দক্ষিণ ধুরুং এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রারম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সহায়তা করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন ও পুলিশের একটি চৌকস টিম। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায়: ৬টি মামলায় ৮,০০০ টাকা।
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স না থাকায়: ১টি মামলায় ১০,০০০ টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ বিষয়ক কারণে ট্রেড লাইসেন্স না থাকার জন্য: ৩টি মামলায় ৮,০০০ টাকাসহ মোট ১০টি মামলা রুজু করে ২৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।