August 3, 2025, 6:46 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে মহেশখালীর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ‎

নজরুল ইসলাম, কুতুবদিয়া::
আপডেট: শনিবার, আগস্ট ২, ২০২৫

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে।মরদেহটি মহেশখালী উপজেলার হোয়ানকের পানির ছড়া কালালিয়া কাটা গ্রামের মো: জামালের ছেলে আবদুল মোনাফের বলে সনাক্ত করেছে তার পরিবার। বিষয়টি নিশ্চিত করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

নিহতের ভাই আলী আজগর জানান, সাগরে বৈরিআবহাওয়ার কবলে পড়ে ৫দিনে আগে নিখোঁজ হন আবদুল মোনাফসহ চারজন জেলে।ভাইয়ের মরদেহটি তারা ময়নাতদন্ত ছাড়া দাফন করতে চান।

জানা যায়,০২ আগস্ট (শনিবার) সকালে স্থানীয়রা সমুদ্রসৈকতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
‎‎
‎কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমা হোসেন বলেন, ‎ “দেহটি প্রায় তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। মহেশখালীর একটি পরিবার মরদেহের পোশাক দেখে সনাক্তের দাবি করছে।বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

‎স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম বলেন, লাশটি প্রথমে স্থানীয় জেলেদেরা দেখতে পায়। পরে তারা আমাদের জানালে আমরা থানা পুলিশকে খবর দিই। এটি দুর্ঘটনা না অন্য কিছু—তা পুলিশি তদন্তে পরিষ্কার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: