শিরোনাম ::
হার্টের রিং-এর দাম সর্বোচ্চ ৮৮ হাজার টাকা কমাল সরকার অভ্যুত্থানের মূল লক্ষ্য বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা ও তার পরিবারের সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩ শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি রামুতে জামায়াতের বিশাল গণ মিছিল ও সমাবেশ চকরিয়ায় রহিম হত্যা মামলা বিনা পারিশ্রমিকে আইনী সহায়তার দায়িত্ব নিয়েছেন আইনজীবী মিজবাহ লাখ টাকা ঘুষ দাবীর রেকর্ডিং ভাইরাল, রামু থানার এসআই চিরঞ্জীব প্রত্যাহার আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর হলে,লেখাপড়ার সুন্দর আবহও তৈরি হবে- চকরিয়ার ইউএনও আতিকুর রহমান
August 5, 2025, 12:36 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

এম জিয়াবুল হক, চকরিয়া ::
আপডেট: রবিবার, আগস্ট ৩, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারেফুল ইসলাম শিহাব (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া মগনামা সড়কের উপজেলার বরইতলী ইউনিয়নে মছনিয়াকাটা মেম্বারের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব পেকুয়া সদর ইউনিয়নের (৬নং ওয়ার্ড) সাবেকগুলদী এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শনিবার রাতে
চকরিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে শিহাব পেকুয়া উপজেলা সদরে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী যুবক শিহাব।

স্থানীয় লোকজন জানান, মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী সিহাব অন্ততঃ ১৫০ গজ দূরে একটি পুকুর পাড়ে পড়ে যায়।

পরে খবর পেয়ে শিহাবের ভাই ইকবাল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

নিহতের ভাই ইকবাল সাকিব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমার ভাইকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

পেকুয়া উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “আহত যুবক হাসপাতালে আনার আগেই মারা গেছেন। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে হারবাং ফাঁড়ি পুলিশের একটি টিম নিহত শিহাবের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করেছে। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: