শিরোনাম ::
আবু সাঈদ হত্যা মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ সুনামি আতঙ্কে হাওয়াইয়ের বন্দর থেকে জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস সাবেক আ.লীগ নেতা মোবারক ১২ কোটি টাকা দামের গাড়ি নিলামে মাত্র ১-৫ লাখ টাকা, বেকায়দায় চট্টগ্রাম কাস্টমস সাংবিধানিক নয়, জুলাই সনদ ও ঘোষণাপত্রের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত, জরুরি অবস্থা জারি ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়াকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প সাত দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ১১ আগস্ট পর্যন্ত জাপানে সুনামি সতর্কতা জারি, সরিয়ে নেওয়া হলো ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মাদক স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মাদকসেবি আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মাদক সেবনকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

ওইসময় আদালত ঘটনাস্থল থেকে ইয়াবা
সেবনরত অবস্থায় ১০জন ব্যক্তিকে আটক করে।

আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বলেন, অভিযানে আটককৃত ব্যক্তিদের মধ্যে মো: সেলিম (৪৫) নামের একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মুলত তাঁর হেফাজতে বেশকিছু ইয়াবা পাওয়া গেছে।

তিনি বলেন, অভিযানস্থল থেকে আটক মাদক সেবনকারী মো: রুবেল(২১), মো: রাজিব (২৩), মো: সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো: বাদশা (৩২), মো: আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০), মো: বাবুল (২১) সহ ৯ জনকে অপরাধ স্বীকার সাপেক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারা মোতাবেক ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১০ মাদক কারবারি এবং সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আদালত গতকাল রাতে চকরিয়া থানায় হস্তান্তর করেছে। বুধবার সকালে এসব আসামিকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে। ##


আরো খবর: