শিরোনাম ::
আবু সাঈদ হত্যা মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ সুনামি আতঙ্কে হাওয়াইয়ের বন্দর থেকে জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস সাবেক আ.লীগ নেতা মোবারক ১২ কোটি টাকা দামের গাড়ি নিলামে মাত্র ১-৫ লাখ টাকা, বেকায়দায় চট্টগ্রাম কাস্টমস সাংবিধানিক নয়, জুলাই সনদ ও ঘোষণাপত্রের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত, জরুরি অবস্থা জারি ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়াকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প সাত দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ১১ আগস্ট পর্যন্ত জাপানে সুনামি সতর্কতা জারি, সরিয়ে নেওয়া হলো ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়া আবাসিক মহিলা কলেজে একাদশ শ্রেনির ভর্তিতে জিপিএ প্রাপ্তদের জন্য সহায়তা প্যাকেজ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে অবস্থিত উচ্চ মাধ্যমিক ক্যাটাগরীতে নারী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ চকরিয়া আবাসিক মহিলা কলেজে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেনির ভর্তির ক্ষেত্রে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম বিষয়ের আলোকে কলেজ ম্যানেজিং কমিটি এবং শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের উপস্থিতিতে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জুবাইদুল হক।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া আবাসিক মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি।
সভায় উপস্থিত থেকে পরামর্শমূলক বক্তব্য দেন
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জুবাইদুল হক, দাতা সদস্য মোহাম্মদ আরফাত, কলেজের অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা।

কলেজ অধ্যক্ষ জুবাইদুল হক বলেন, সভার সিদ্ধান্ত মোতাবেক চকরিয়া আবাসিক মহিলা কলেজে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী যদি জিপিএ ফাইভ পাপ্ত হন, তাঁর জন্য বেতন ফ্রি এবং জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ প্রাপ্ত শিক্ষার্থীর জন্য
অর্ধেক বেতন নেওয়া হবে।

কলেজ কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি বলেন, উপজেলা সদরে নারী শিক্ষার সর্বোচ্চ পাঠশালা চকরিয়া আবাসিক মহিলা
কলেজ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত লেখাপড়া নিশ্চিত করে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে কলেজের শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফলের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখে চলছেন।

তিনি বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিযোগিতা এবং সাহিত্য সংস্কৃতিমূলক অনুষ্ঠানে অংশ নিয়ে মহিলা কলেজের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে দক্ষতার সঙ্গে সুনাম কুড়িয়ে যাচ্ছেন। আমরা চাই, কলেজের সাফল্যের ধারা সচল থাকুক। সেইলক্ষ্যে বর্তমান কলেজ পরিচালনা পর্ষদ ও শিক্ষক পরিষদের সিদ্ধান্ত ক্রমে নতুন ভর্তিচ্ছুক শিক্ষার্থীর জন্য সহায়তা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক বলেন, ২০২৫-২০২৬ নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর জন্য মাসিক বেতন সম্পূর্ণ ফ্রি এবং জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ পাওয়া শিক্ষার্থীর জন্য মাসিক বেতন অর্ধেক ফ্রি ও বিনা খরচে অনলাইন আবেদনের সুযোগ করে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

এদিকে চকরিয়া আবাসিক মহিলা কলেজ ম্যানেজিং কমিটি এবং কলেজ শিক্ষক পরিষদ কতৃক একাদশ শ্রেনির নবাগত শিক্ষার্থীদের জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা করায় অভিভাবক মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ##


আরো খবর: