শিরোনাম ::
আবু সাঈদ হত্যা মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ সুনামি আতঙ্কে হাওয়াইয়ের বন্দর থেকে জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস সাবেক আ.লীগ নেতা মোবারক ১২ কোটি টাকা দামের গাড়ি নিলামে মাত্র ১-৫ লাখ টাকা, বেকায়দায় চট্টগ্রাম কাস্টমস সাংবিধানিক নয়, জুলাই সনদ ও ঘোষণাপত্রের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত, জরুরি অবস্থা জারি ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়াকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প সাত দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ১১ আগস্ট পর্যন্ত জাপানে সুনামি সতর্কতা জারি, সরিয়ে নেওয়া হলো ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি ইউজি (UZI) অস্ত্র, দুটি একনলা গাদা বন্দুক, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড (বডিসেট ফিউজসহ) এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি ও র‍্যাব।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে এই চিরুনি অভিযান চালানো হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি জানান, একটি চার সদস্যের ডাকাত দল রঙ্গীখালীর গলাচিরা নামক পাহাড়ে সাময়িক আস্তানা গেড়ে অবস্থান করছে তথ্যের ভিত্তিতে বিজিবি এবং র‍্যাবের দুটি বিশেষ টহল দল গলাচিরা পাহাড়টি বাইরে থেকে ঘিরে ফেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পাহাড়ের সংকীর্ণ পথ ধরে নিজেদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য দূর পাহাড় থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি এবং র‍্যাবের বিশেষ টহল দল ওই পাহাড়ে চিরুনি তল্লাশি চালিয়ে ডাকাত দলের লুকিয়ে রাখা উল্লিখিত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, রঙ্গীখালীতে এই ডাকাত দল মাদক চোরাচালান, গুম, খুন, চাঁদাবাজি, অপহরণসহ নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করত।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে এবং হ্যান্ড গ্রেনেডগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিজিবি ও র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি।


আরো খবর: