নেত্রকোনা, ১৪ আগস্ট – নেত্রকোণা কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকরা হলেন- আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। এছাড়া আহত সাইফুল ও হাসান নামে দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নছু সর্দার জানান, তারা ছয়জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে ভাঙার সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।
নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, আমরা তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ আগস্ট ২০২৫