নিজস্ব প্রতিবেদক::
পিলখানা বিদ্রোহে শাহাদাতবরণকারী মেজর হুমায়ুন কবীর সরকারের নামে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মাল্টিপারপাস সেডের নামকরণ করা হয়েছে ‘শহীদ হুমায়ুন কবীর মাল্টিপারপাস সেড’।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই নামকরণ করা হয়।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির বিদ্রোহে মেজর হুমায়ুন কবীর সরকার শাহাদাত বরণ করেন। তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামকরণ করা হলো।
নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি, রিজিওন কমান্ডার, রিজিওন সদর দপ্তর, কক্সবাজার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মেজর হুমায়ুন কবীর সরকারের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন (অবঃ) সাদাফ আবরার রাইয়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস, এসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু; লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি); এবং সেক্টর সদর দপ্তর, রামু ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ।