August 17, 2025, 8:55 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

পেকুয়ায় বজ্রপাতে ২ লবণচাষির মৃত্যু

পেকুয়া প্রতিনিধি::
আপডেট: বৃহস্পতিবার, মে ২, ২০২৪

লবণ মাঠে কাজ করতে গিয়ে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন মো. দিদারুল ইসলাম (২৬) ও আরাফাত হোছাইন (১৪)।

বৃহস্পতিবার (২মে) ভোররাতে উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া ও রাজাখালী ইউনিয়নের চরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিদারুল ইসলাম কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে এবং নিহত আরাফাত হোছাইন রাজাখালী ইউনিয়নের চরিপাড়া এলাকার জামাল হোছাইনের ছেলে।

মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, ভোররাতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। সে সময় দিদার তাঁর চাচা আজগর আলীর সাথে লবণ মাঠে গিয়ে পলিথিন তোলা কাজ শুরু করে। এসময় বজ্রপাতে আহত হন দিদার। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিদার এক সন্তানের জনক।

অপরদিকে রাজাখালী ইউপির চরিপাড়া এলাকায় বাবার সাথে লবণ মাঠের পলিথিন তুলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আরাফাত। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে মারা যান সে।

চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: