নাজিম উদ্দিন, পেকুয়া ::
কক্সবাজারের পেকুয়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ ইশরাক মনি (৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২জুলাই) দুপুর ১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইশরাক স্থানীয় মোহাম্মদ ইদ্রিসের পুত্র ও ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি হলে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ইশরাকও বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় মগনামামুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘো-ষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইশরাকের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।