August 3, 2025, 6:43 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

পেকুয়া সদরের দক্ষিণ নন্দীর পাড়ায় দিনদুপুরে বৃদ্ধ কৃষকের টাকা ছিনতাই

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, এপ্রিল ৯, ২০২২

উপকুলীয় প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ নন্দীর পাড়ায় দিন দুপুরে ছৈয়দ আলম নামের এক বৃদ্ধ কৃষকের টাকা ছিনতাই করে নিয়ে গেছে এক চিহ্নিত সন্ত্রাসী। গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটেছে এ ঘটনা। ছিনতাইয়ের শিকার ছৈয়দ আলম(৬০) চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা গ্রামের মোজাহের আহমদের পুত্র। তিনি এদিন তার মেয়ের শ^শুর বাড়ির এলাকা পেকুয়া সদরের নন্দীর পাড়া থেকে পাওনাদারের কাছ থেকে ৩০(ত্রিশ) হাজার টাকা নিয়ে চকরিয়ার কোনাখালীর জঙ্গলকাটাস্থ নিজ বাড়ী ফেরার পথে ছিনতাকারীর কবলে পড়ে।

ভুক্তভোগী ছৈয়দ আলম জানান; তিনি এ ঘটনায় পেকুয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি আরও জানান; তার মেয়ের শ^শুর বাড়ি পেকুয়া উপজেলায় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নন্দীর পাড়ায়। তার মেয়ের জামাতা বিদেশ থাকেন। তাই তার মেয়ে বর্তমানে বাবার বাড়ীতে থাকেন। ছৈয়দ আলম নন্দীর পাড়ার এশাদু নামের অপর এক প্রবাসির স্ত্রীর কাছ থেকে পাওনা ৩০ হাজার টাকা নিয়ে বাড়ী ফেরার পথে ৯নং ওয়ার্ড নন্দীর পাড়াস্থ তিন মুখের রাস্তার ওপর পৌঁছলে ওই এলাকার আজিজুর রহমানের ছেলে একাধিক মামলার জেল ফেরত আসামী চিহ্নিত সন্ত্রাসী ফজল করিম (৩৬) বৃদ্ধ কৃষক ছৈয়দ আলমকে ভয়ভীতি দেখিয়ে তার ৩০(ত্রিশ)হাজার টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। এ ব্যাপারে ছৈয়দ আলম বাদী হয়ে ছিনতাইকারী ফজল করিমকে একমাত্র আসামী করে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পেকুয়া থানা পুলিশ জানায়; তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: