শিরোনাম ::
হার্টের রিং-এর দাম সর্বোচ্চ ৮৮ হাজার টাকা কমাল সরকার অভ্যুত্থানের মূল লক্ষ্য বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা ও তার পরিবারের সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩ শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি রামুতে জামায়াতের বিশাল গণ মিছিল ও সমাবেশ চকরিয়ায় রহিম হত্যা মামলা বিনা পারিশ্রমিকে আইনী সহায়তার দায়িত্ব নিয়েছেন আইনজীবী মিজবাহ লাখ টাকা ঘুষ দাবীর রেকর্ডিং ভাইরাল, রামু থানার এসআই চিরঞ্জীব প্রত্যাহার আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর হলে,লেখাপড়ার সুন্দর আবহও তৈরি হবে- চকরিয়ার ইউএনও আতিকুর রহমান
August 5, 2025, 12:36 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

ফার্মাসিটিক্যালস আর.এস.এম এসোসিয়েশন কক্সবাজার এর কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, এপ্রিল ১৫, ২০২২

বার্তা পরিবেশক:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফার্মাসিটিক্যালস আর.এস.এম এসোসিয়েশন কক্সবাজার এর কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল বিকেলে কক্সবাজারস্থ হোটেল বীচ ওয়ে তে সংগঠনের সভাপতি পার্থ প্রতিম দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার বিএমএ সেক্রেটারী ডাক্তার মাহবুবুর রহমান।

ইফতার পূর্ব এ সভার শুরুতেই পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ সেলিম আজাদকে দায়িত্ব দিয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচন কমিশন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিপুল ভোটে পার্থ প্রতিম দাশ (ফার্মাশিয়া) কে সভাপতি ও হারুনর রশিদ (হেলথ কেয়ার) কে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন। একইদিন ইফতার পরবর্তী নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এরপর গঠন করা হয় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আজিজুল হক (স্কয়ার), সহ সভাপতি লিটন (হোয়াইড হর্জ), মঞ্জুরুল ইসলাম (ওরিয়ন), সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (ইউরো), ফখরুল ইসলাম (ইনচেপটা), আমান উল্লাহ (র‌্যাংগস), সাংগঠনিক সম্পাদক তারেক মো: ফারুক (শরীফ), মনিরুজ্জামান লিটন (এসিআই), দ্বীন মো:আমির খসরু (টিম), টাইপুর রহমান (এসকেএফ), অর্থ সম্পাদক নাজিম উদ্দীন (মেডিকন), প্রচার ও প্রকাশনা মনির হোসেন (গুডম্যান), আপ্যায়ন সম্পাদক মো: আলী (ইবনেসিনা), সহ আবুল খায়ের (ব্যাক্সিমকো), নির্বাহী সদস্য রিপন, নুর নবী (রেনেটা), মামুন (কসমো), শাহালম (এডরুক) ও মুয়িদ (জেনারেল) কে নির্বাচিত করে দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এছাড়াও মো: ইলিয়াস (জেসন), হারুনর রশিদ (সোমাটেক) ও এম ডি ইয়াছিন (নাভানা) কে সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করা হয়। সভায় ফার্মাসিউটিক্যালস্ কক্সবাজার ম্যানেজার এসোশিয়েশনের নবনির্বাচিত সভাপতি তোছাদ্দেক হোসেন শাহীন (ওরিয়ন) ও সাধারণ সম্পাদক শফিউল আলম (সোমাটেক) এবং কক্সবাজার ফারিয়ার সভাপতি আহসান হাবিব জীবন ও সাধারণ সম্পাদক এজি মেজবাহ (নেপরু জেএমআই) সহ বিভিন্ন কোম্পানীর অর্ধশতাধিক আরএসএম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: