শিরোনাম ::
কক্সবাজার ও উখিয়ায় ইয়াবা বিরোধী ঝটিকা অভিযান: দুইজন আটক, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক রোহিঙ্গাদের রেশন সামগ্রী পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ আটক ১ জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির: আইএসপিআর উখিয়ায় ব্যবসায়ীকে অপহরণের চারদিন পর গহিন পাহাড় থেকে লাশ উদ্ধার উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু টেকনাফে মাছ ধরার কাঠের নৌকা থেকে দেড় লাখ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফে র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও গুলির খোসা উদ্ধার টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক::

মাদকবিরোধী অভিযানে কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সোমবার সন্ধ্যায় ২৬ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৭৮ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামানো হয়।

সিএনজি চালক শেখ আহম্মদ (৩৫), পিতা- আব্দুল গফুর, গ্রাম- উলুচামরী, ডাকঘর- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ আহম্মদ মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও, পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সিএনজি চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে এবং তাদের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: