শিরোনাম ::
পেকুয়ায় তিন যুগ পর স্থানীয়দের উদ্যোগে রাস্তা সংস্কার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পেকুয়ার যুবকের মৃত্যু টেকনাফে বসতঘর থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ৭১ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের নতুন নাম ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ মহেশখালীর অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা ১৮ জন জেলে উদ্ধার ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১০:১১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে ‘অপারেশন ডেভিল হান্ট’: ইউপি সদস্যসহ ৯ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযান চালিয়ে একজন ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) মহেশখালী থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

এই সময় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বড় মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক পোস্ট মাস্টার মো. শফি (৬৫), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুকুমার চন্দ্র দে (৪৯), এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম (৬০)।

এছাড়াও হোয়ানক ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (২৫) এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম (৫০), শাপলাপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণ-বিষয়ক সম্পাদক নুরুল কাদের (৪৫), মাতারবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন (৫৩) এবং অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুল আলম (৭১) কেও গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের এই ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো খবর: