শিরোনাম ::
খেলাপি ঋণের মামলায় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ ১/১১ নিয়ে তথ্য উপদেষ্টার পোস্ট, যে মন্তব্য করলেন সালাহউদ্দিন আহমেদ প্রিজাইডিং অফিসারের ক্ষমতা ও নিরাপত্তা জোরদার করতে ইসির ৭ সুপারিশ হার্টের রিং-এর দাম সর্বোচ্চ ৮৮ হাজার টাকা কমাল সরকার অভ্যুত্থানের মূল লক্ষ্য বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গা ও তার পরিবারের সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩ শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি রামুতে জামায়াতের বিশাল গণ মিছিল ও সমাবেশ চকরিয়ায় রহিম হত্যা মামলা বিনা পারিশ্রমিকে আইনী সহায়তার দায়িত্ব নিয়েছেন আইনজীবী মিজবাহ
August 5, 2025, 3:10 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মহেশখালীতে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ-এএসপি মানবেন্দ্র সরকার

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::
আপডেট: সোমবার, আগস্ট ৪, ২০২৫

মহেশখালীতে মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করবে পুলিশ—এমন ঘোষণা দিয়েছেন মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মানবেন্দ্র সরকার।

সোমবার, ৪ আগস্ট দুপুরে মহেশখালী থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মহেশখালী একটি বিস্তৃত এলাকা। লোকবল সংকটের কারণে অনেক সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তবে যেকোনো অপরাধ দেখামাত্র সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। পুলিশের সহযোগিতা না পেলে অবশ্যই সমালোচনা করবেন। কিন্তু সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।”

তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। তবে এই লড়াইয়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। যৌথভাবে সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল এবং এনায়েত কবির।

ওসি মঞ্জুরুল হক তার বক্তব্যে বলেন, “মহেশখালীতে আগের তুলনায় খুন, সংঘাত, ডাকাতি ও মাদকের ঘটনা অনেকটাই কমিয়ে আনা হয়েছে। শাপলাপুরের পাহাড়ি সড়ক ও কালারমারছড়ার ডাকাতি রোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অনলাইন জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডও শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “অনেকে ব্যক্তিগত শত্রুতার কারণে পুলিশের কাছে মিথ্যা তথ্য দেয়, যা তদন্তে মিলেনা। এতে পুলিশ হয়রানির শিকার হয় এবং মূল অপরাধী থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। তাই সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করুন।”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণ অংশ নেন এবং মাদক, জুয়া, চুরি, ডাকাতি, হত্যা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান।

সবশেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “জনগণের সহযোগিতা থাকলে মহেশখালীকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত দ্বীপে রূপান্তর করা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: