শিরোনাম ::
মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ‘হাতকাটা জয়নাল’ আটক দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য সৌদির সঙ্গে চুক্তি হচ্ছে রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে মহেশখালীর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ‎ রামুতে রেলের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষ, নারী শিশুসহ ৫ জন নিহত, উখিয়ায় অটোরিকশা চালকের আসনের নিচে মিলল ইয়াবা, চালক পলাতক চকরিয়ায় চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৪ জামায়াতে আমিরের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে
August 2, 2025, 8:14 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

রাশিয়ার কাছাকাছি ‘পারমাণবিক সাবমেরিন’ মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, আগস্ট ২, ২০২৫


ওয়াশিংটন, ০২ আগস্ট – রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক ‘উচ্চমাত্রার উসকানিমূলক’ মন্তব্যের জবাব দিতে রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্তব্য করার সময় শব্দ বাছাইয়ের ক্ষেত্রে মেদভেদেভকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”

রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত আস্থাভাজন এই রুশ রাজনীতিক তীব্রভাবে পশ্চিমা বিশ্ববিরোধী হিসেবে পরিচিত।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বেশ কয়েক বার যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে তীব্র সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেছেন মেদভেদেভ। সর্বশেষ আক্রমণাত্মক মন্তব্য তিনি করেছেন ট্রাম্পের আল্টিমেটারের প্রতিক্রিয়া।

গত মাসের মাঝামাঝি ট্রাম্প ঘোষণা করেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিচ্ছেন তিনি। পরে গত সপ্তাহে আল্টিমেটামের মেয়াদ কমিয়ে ১০-১২ দিনে নামিয়ে আনেন মার্কিন প্রেসিডেন্ট।

পরে একই দিন হোয়াইট হাউসের ওভাল অফিসে এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “একটা হুমকি এসেছে এবং আমাদের কাছে এটি ভালো মনে হয়নি। তাই সাবধানতার জন্যই আমাকে এই নির্দেশ দিতে হয়েছে।”

“মার্কিন জনগণের নিরাপত্তার স্বার্থেই আমাকে পরমাণুবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিতে হয়েছে। কারণ যে হুমকির ভিত্তিতে আমার এ পদক্ষেপ, সেটি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং আমরা নিশ্চিতভাবেই আমাদের জনগণকে রক্ষা করব।”

সামরিক প্রটোকলের কারণে ঠিক কোথায় কিংবা রাশিয়ার জলসীমা থেকে কতদূরে সাবমেরিন দু’টি মোতায়েন করা হয়েছে— সে তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। তবে সাবমেরিনগুলো যে নির্দেশ পেলেই যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুত— তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এখনও এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি; তবে ‍রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ট্রুথ সোশ্যালে ট্রাম্প সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেওয়ার পর রাশিয়ার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: