শিরোনাম ::
মহেশখালীর দুর্ধর্ষ জসিম ডাকাত কক্সবাজারে র‍্যাবের হাতে গ্রেফতার রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ২ উখিয়ায় সৈয়দ নুর হত্যাকাণ্ডের মূলহোতাসহ আটক ৩, মোটরসাইকেল উদ্ধার উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে যুবকের মৃত্যু কক্সবাজার ও উখিয়ায় ইয়াবা বিরোধী ঝটিকা অভিযান: দুইজন আটক, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক রোহিঙ্গাদের রেশন সামগ্রী পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ আটক ১
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ২

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে’ পান করানোর পর অজ্ঞান অবস্থায় মা ও তার কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) সদস্যরা।

সোমবার (২১ জুলাই) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মা-মেয়ে উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা। গ্রেফতারকৃতরা হল- একই রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (৫০) এবং মোহাম্মদ হোসেনের ছেলে হাবিব উল্লাহ (১৯)।

এপিবিএনসহ স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে ক্যাম্পটির এক মা ও মেয়েকে পান করায়। এক পর্যায়ে তারা অবচেতন হয়ে পড়েন। পরে তাদের দুইজনকে দুর্বৃত্তরা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ভুক্তভোগী মা-মেয়ের জ্ঞান ফিরলে বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরে রাতেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী মা-মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।


আরো খবর: