কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের আঙ্গিনায় ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মশিউর রহমান আরিফ ও চকরিয়া উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বৃক্ষ রোপণ পরবর্তী সেখানে শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিদ্যালয়ের ক্যাম্পাসকে নির্মল পরিবেশে মনোমুগ্ধকর একটি পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়তে আপনাদেরকে বেশি ভুমিকা পালন করতে হবে। এখানে শুধু গাছ রোপণ করলে হবে না, সঙ্গে সঙ্গে পরিচর্যা ও নজরদারি বাড়াতে হবে। শিক্ষক শিক্ষার্থী সবাই একটু করে সচেতন হলে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস সুরভিত হয়ে উঠবে। তিনি বলেন, শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর হলে, নির্মল পরিবেশ গড়ে উঠলে লেখাপড়ার সুন্দর আবহও তৈরি হবে। আশাকরি স্কাউট টিমের মতো গাছ রোপনের এই মহতি কাজকে বিকশিত করতে সবাই উদ্যোগী হবেন।