শিরোনাম ::
জবানবন্দিতে জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন মেঘনা আলমের মোবাইল-ল্যাপটপে রাষ্ট্রবিরোধী উপাদান আছে কি না তা তদন্তের নির্দেশ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার মিটফোর্ডে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার আসামি সাগর গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠন নিয়ে স্টেট ডিফেন্সের শুনানি ৩০ জুলাই প্রবাসী যাত্রীর সোনা চুরি করে সাময়িক বরখাস্ত হলেন কাস্টমস কর্মকর্তা অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট গ্রেপ্তার গাজায় ‘দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি’, নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল ভুয়া র‍্যাবকে আসল র‍্যাবের ধাওয়া, দুপক্ষকেই জনতার পিটুনি জুলাই সনদের প্রকাশিত খসড়া নিয়ে এনসিপির ‘তীব্র’ বিরোধিতা
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইন্দোনেশিয়ায় ভোর পাঁচটায় স্কুল, ক্ষুব্ধ অভিভাবকরা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
ইন্দোনেশিয়ায় ভোর পাঁচটায় স্কুল, ক্ষুব্ধ অভিভাবকরা


জাকার্তা, ১৬ মার্চ – ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের একটি শহরের কর্তৃপক্ষ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুলের কার্যক্রম ভোর ৫টা ৩০ মিনিট থেকে চালু করেছে।

এখন সেই শহরে দেখা যায়, কিশোর-কিশোরীরা ভোরে অন্ধকারে চোখে ঘুম নিয়েই স্কুলের দিকে ছুটছে।

গার্ডিয়ান এই খবর জানিয়েছে।
পরীক্ষামূলকভাবে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের রাজধানী কুপাং শহরে ভোরে স্কুল শুরুর কার্যক্রম শুরু হয়েছে।

এর অংশ হিসেবে ১০টি স্কুলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হয় ভোর ৫টা ৩০ মিনিটে।

কর্তৃপক্ষ বলছে, কিশোর-কিশোরীদের নিয়মের মধ্যে আনতে গেল মাসে গভর্নর ভিকটর লাইকোডাট এই কার্যক্রমের ঘোষণা দেন।

অভিভাবকরা বলছেন, কিশোর-কিশোরীরা এত ভোরে ঘুম থেকে উঠে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে যায়। ইন্দোনেশিয়ায় সাধারণত স্কুলের কার্যক্রম শুরু হয়ে থাকে ৭টা-৮টায়।

১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর মা রাম্বু আটা এএফপিকে বলেন, এটি সত্যিই কঠিন। অন্ধকার থাকতেই তাদের ঘর থেকে বের হতে হয়। আমি এটি মানতে পারি না। অন্ধকার ও নীরব পরিবেশে তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।

তার মেয়ে ইউরেকাকে ভোর ৪টায় ঘুম থেকে উঠে রেডি হতে হয় এবং মোটরবাইক চালিয়ে স্কুলে যেতে হয়। আটা বলেন, এখন বাড়ি ফিরে সে ক্লান্ত হয়ে যায়। তাড়াতাড়ি সে ঘুমিয়ে পড়ে।

সাধারণত স্কুল ইন্দোনেশিয়ায় শেষ হয় বিকেল ৩টা ৩০ মিনিটে।

নুসা সেন্দানা ইউনিভার্সিটির শিক্ষা বিশেষজ্ঞ মার্সেল রোবট বলেন, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এই প্রচেষ্টার কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে পরিশ্রম এবং কম শিক্ষার্থীদের বিপদে ঠেলে দিতে পারে। এতে তাদের আচরণে পরিবর্তন হতে পারে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৬ মার্চ ২০২৩





আরো খবর: