শিরোনাম ::
হরতালের সমর্থনে চকরিয়ায় মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ চকরিয়ায় দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫ সৈয়দ নূরের আকস্মিক মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি- শাহজাহান চৌধুরী চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কিছুর তুলনা চলে না, দল নিয়ে আশাবাদী তামিম

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কিছুর তুলনা চলে না, দল নিয়ে আশাবাদী তামিম


ঢাকা, ২৭ জুন – অবশেষে বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়ে গেলো। আগামী ৫ অক্টোবর শুরু টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে।

আসন্ন বিশ্বকাপে ভারতের মোট ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ রয়েছে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।

বিশ্বকাপের সব দলের সঙ্গেই ম্যাচ আছে। বেশ কঠিন পরীক্ষা দিয়েই পরের পর্বে পা রাখতে হবে টাইগারদের। ভীষণ চ্যালেঞ্জিং হবে এবারের আসর, মানছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

আইসিসির সঙ্গে আলাপে তামিম বলেন, ‘টুর্নামেন্টের কাঠামো আপনাকে স্বস্তিতে থাকার সুযোগ দেয় না। প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ, কোনো খেলাই সহজ হবে না।’

তামিম মনে সব বিশ্বকাপের মধ্যে ওয়ানডেই সেরা। তার ভাষায়, ‘এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না; কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে।’

ভারতের মাটিতে খেলা, যেখানকার কন্ডিশন বাংলাদেশের মতোই। তামিম মনে করছেন, প্রতিবেশি দেশে তারা ভালো দর্শক সমর্থনও পাবেন।

তামিম বলেন, ‘ভারতে খেলা সবসময়ই উপভোগ্য। দুর্দান্ত দর্শক ও দারুণ সব স্টেডিয়াম। সেখানকার ক্রিকেটপ্রেমীদেরও খেলাটি নিয়ে জানাশোনা ভালো। আমরা যখনই সেখানে গিয়েছি, দারুণ সমর্থন পেয়েছি।’

টাইগার অধিনায়ক শেষ করেছেন তার দল নিয়ে আত্মবিশ্বাসের বাণী শুনিয়ে। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের দল নিয়ে আশাবাদী। আমরা ওয়ানডেতে খুব ভালো করছি এবং বাছাইপর্বেও নেতৃত্বস্থানীয় দলগুলোর মধ্যে ছিলাম। দলে অভিজ্ঞতা ও প্রতিভার ভালো মিশেল আছে আর কন্ডিশনও আমাদের চেনা।’

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৭ জুন ২০২৩





আরো খবর: