শিরোনাম ::
আগের চার বছর পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন উপদেষ্টা হয়েও পারলাম না সিন্ধু পানিবণ্টন চুক্তির রায় গেল ভারতের বিপক্ষে, স্বাগত জানাল পাকিস্তান ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ টেকনাফে বোনের স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত ওয়াশিংটনে সেনা মোতায়েন, ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে পুলিশ সাত দিন খোলা থাকার পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট অবশেষে বিয়ে করছেন রোনালদো-জর্জিনা ভারতে দুই শতাধিক পুরুষের লালসার শিকার বাংলাদেশি এক কিশোরী! মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত
August 12, 2025, 2:26 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

কক্সবাজারে বিএনপি কার্যালয়সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, জুলাই ১৭, ২০২৪

কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে-বিপক্ষের জের ধরে এবার শহীদ সরণীস্থ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর চালানো হয়েছে। এ সময় পাশ্ববর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে শ্লোগান দিতে দিতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সাথে জড়িত কিছু লোক এসে বিএনপি কার্যালয়ের জানালার কাঁচ ভাংচুর করে। এসময় কার্যালয়ের পাশে থাকা আমিন নামের এক জনের দোকানে হামলা করে। একই সঙ্গে বিএনপি কার্যালয়ের সড়কের পশ্চিমে অবস্থিত বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের মালিকাধিন হোটেল নিরিবিলি রস্তোঁরায়ও ভাংচুর চালানো হয়।
দোকানদার আমিন অভিযোগ করে বলেন, হঠাৎ করে এসে বিএনপি কার্যালয়ের পাশাপাশি তাঁর দোকানটি ভাংচুর করে। এসময় কিছু মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে।

কক্সবাজার পৌর বিএনপির সাংগঠণিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, আওয়ামীলীগের শীর্ষ নেতা একটু দূরে দাঁড়িয়ে ছিলেন। বিনা কারণে হঠাৎ হামলা করে কার্যালয় ভাংচুর ছাড়াও কিছু নিরীহ ব্যক্তির দোকান ভাংচুর করে। যা নিন্দনীয়। অথচ কক্সবাজারের পরিস্থিতি শান্ত। বিএনপি কোনভাবে চলমান আন্দোলনে জড়িত নয়।
এর আগে কক্সবাজারে কোটা আন্দোলনের পক্ষে মিছিল সহকারে গিয়ে জেলা আওয়ামীলীগ, জাসদ, জাতীয় পার্টির কার্যালয় কার্যালয় সহ একটি মসজিদ, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং গাড়ি ভাংচুর চালানো হয়েছে। এসময় ছাত্রলীগের ৪ নেতাকে মারধর কর ও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: