শিরোনাম ::
ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত, জরুরি অবস্থা জারি ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়াকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প সাত দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ১১ আগস্ট পর্যন্ত জাপানে সুনামি সতর্কতা জারি, সরিয়ে নেওয়া হলো ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের গাজায় দুর্ভিক্ষপীড়িত মানুষের অবস্থা এখন “নাৎসি ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ” মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন মা-বাবা আজ বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মৎস্য সংগঠন ব্যবসায়ীদের চিঠি ছারছীনা পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সালাহউদ্দিন আহমেদ
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া;;

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে দোকানের মটর থেকে পানি উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম।

রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব ওই এলাকার সাহাব মিয়ার ছেলে।

গতকাল দুপুরে চকরিয়া সরকারি হাসপাতালে তৈয়বের বড় ভাই মিলন বলেন, রোববার সকালে আমাদের বসতভিটা লাগোয়া ইটের তৈরি নতুন দোকানঘরে মটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। ওই সময় তৈয়বের মাথার উপরে দুই ফুট উঁচুতে পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ লাইনের একটি তারের সাথে আকস্মিক শর্ক লেগে মাঠিতে পড়ে যায়।

তবে ধারণা করা হচ্ছে, তৈয়ব ভেজা শরীরে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালে নেয়ার পরে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভুঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #


আরো খবর: