শিরোনাম ::
সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক রোহিঙ্গাদের রেশন সামগ্রী পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ আটক ১ জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির: আইএসপিআর উখিয়ায় ব্যবসায়ীকে অপহরণের চারদিন পর গহিন পাহাড় থেকে লাশ উদ্ধার উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু টেকনাফে মাছ ধরার কাঠের নৌকা থেকে দেড় লাখ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফে র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও গুলির খোসা উদ্ধার টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক হরতালের সমর্থনে চকরিয়ায় মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যাকারী ঘাতক স্বামী মেহেদী লামা থেকে আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী শওকত হাসান মেহেদীকে গতকাল রাতে বান্দরবানের লামা বাজার থেকে স্থানীয় লোকজন পাকড়াও করে লামা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

শুক্রবার রাত ৮টার দিকে পার্বত্য লামা উপজেলার লামা বাজার এলাকায় ঘোরাঘুরির সময় স্থানীয় লোকজন ঘাতক মেহেদীকে চিনে ফেলে। এসময়
তাকে পাকড়াও করে লামা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া। তিনি বলেন, গতকাল দুপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতক মেহেদী পালিয়ে গেলেও পুলিশ ও নিহতের পরিবারের বিভিন্ন সোর্স মারফত তার গতিবিধি নজরে রাখা হয়। এরইমধ্যে রাতে পার্বত্য উপজেলা লামা বাজারে ঘোরঘুরির সময় তাকে দেখতে পেয়ে পাকড়াও করে থানা পুলিশকে হস্তান্তর করে লোকজন।

তিনি বলেন, রাতেই লামা থানা থেকে ঘাতক মেহেদীকে চকরিয়া থানায় নিয়ে আসা হচ্ছে। গতকাল রাত দশটার দিকে আমাদের একটি পুলিশ টিম লামা থেকে তাঁকে নিয়ে চকরিয়া থানার উদ্দেশ্য রওনা দিয়েছেন বলে জানিয়েছেন ওসি মনজুর কাদের ভূইয়া।

এদিকে শুক্রবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়ায় শ^শুর বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মেহেদী। পরে স্ত্রী উম্মে হাফসা তুহি মারা গেলেও শাশুড়ি পারভীন আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। ##


আরো খবর: