শিরোনাম ::
কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার মহেশখালীর দুর্ধর্ষ জসিম ডাকাত কক্সবাজারে র‍্যাবের হাতে গ্রেফতার রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ২ উখিয়ায় সৈয়দ নুর হত্যাকাণ্ডের মূলহোতাসহ আটক ৩, মোটরসাইকেল উদ্ধার উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে যুবকের মৃত্যু কক্সবাজার ও উখিয়ায় ইয়াবা বিরোধী ঝটিকা অভিযান: দুইজন আটক, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার থেকে প্রাইভেটকার যোগে ইয়াবার চালান নিয়ে ঢাকায় আটক, কার জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

রাজধানীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. বিপুল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, সোমবার (২৮ মার্চ) রাতে র‌্যাব-১, উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খিলক্ষেত থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে কিছু মাদক কারবারি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ উত্তরা এলাকার দিকে আসছে।

ওই তথ্যের ভিত্তিতে দলটি নিকুঞ্জ-২ এলাকায় জনতা ব্যাংক লিমিটেড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্পোরেট শাখার সামনের রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মো. বিপুলকে (৩৬) গ্রেপ্তার করে। তিনি বগুড়া সদরের হায়দার আলী মটুর ছেলে।

এ সময় তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সহযোগীদের নিয়ে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি কক্সবাজার থেকে প্রাইভেটকার যোগে ইয়াবার চালানটি নিয়ে আসছিলেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে উদ্ধার করা মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: