শিরোনাম ::
চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মহেশখালীতে ফের দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান অসাধু ব্যবসায়ীদের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

১৭ ফেব্রুয়ারী (সোমবার) বিকালে  মহেশখালী উপজেলার কুতুবজোম  ইউনিয়নের কালা মিয়া বাজারে- বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন-মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

এই সময়- বাজারে অবস্থিত জমজম বেকারী  পণ্যের মোড়কাবদ্ধ না করা, মোড়কের গায়ে পণ্যের উপাদান তৈরির তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে পণ্য বিক্রি করায় অপরাধে জমজম বেকারীর স্বত্বাধিকারী ব্যবসায়ী মোঃ মান্নান মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে
আনছারুল করিম স্টোরকে ৩ হাজার টাকা , জালাল স্টোর’কে ২ হাজার টাকা  ও  জিয়া স্টোরকে ২ হাজার টাকা সহ মোট ৪ টি মামলায়   ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এর ভ্রাম্যমাণ আদালত।

পরে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রত্যেক পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে দেয়া, বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনা কমিটিকে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এর ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতায় ছিলেন-মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম ও আনসার সদস্যগণ।

সাথে ছিলেন- মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর রুপম কান্তি পাল,মহেশখালী উপজেলা ভূমি অফিসে রানা বড়ুয়াসহ  সংশ্লিষ্ট জন। 

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: