নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী ঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গতকাল রবিবার (২০ জুলাই) বিকেলে শুরু হওয়া এই অভিযান দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে চলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে টেকনাফ সদর ইউপি’র ৩নং ওয়ার্ডের অন্তর্গত তুলাতলী ঘাটে কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে ২০ জুলাই বিকেলে র্যাবের একটি দল ছদ্মবেশে ওই এলাকায় অবস্থান নেয়। দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে চলা এই মাদকবিরোধী বিশেষ অভিযানে জনৈক সুলতান আহাম্মদের ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। তবে, তাদের আরও তিনজন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, মোঃ আব্দুস সালাম (৩৩), পিতা-আব্দুল হাকিম, মোঃ আব্দুল্লাহ (৩৫), পিতা-মৃত ফরিদ আলম, মোঃ নজরুল ইসলাম ওরফে কালু (৩৪), পিতা-মৃত আহাম্মদ হোসেন, মোঃ সামছুল আলম (৫২), পিতা-মৃত অলি আহাম্মদ। তারা সবাই তুলাতলী, ০৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপির বাসিন্দা।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।