উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব দরগাহবিল বাগান পাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ডেকোরেশন ব্যবসায়ী সৈয়দ নূরকে গত শুক্রবার অপহরণ করা হয়েছিল বলে দাবি তাঁর পরিবারের।
চারদিন নিখোঁজ থাকার পর সোমবার দুপুরে আজুখাইয়া ঝুমুর ছড়ার গহিন পাহাড় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যরা এ ঘটনার দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সৈয়দ নূর একজন পরিচিত ও সজ্জন ব্যবসায়ী ছিলেন বলে এলাকাবাসীর বক্তব্য। তাঁর এভাবে মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।