শিরোনাম ::
জুলাইয়ে দেশে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার জুলাই-আগস্টের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেবো না সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় বিএনপি নেতাসহ দুইজন আটক ৫ আগস্ট সারাদেশের সব পোশাক কারখানা বন্ধ চাঁদাবাজির দায় স্বীকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা রিয়াদের টেকনাফে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে রোহিঙ্গা যুবক নিহত, আহত আরো ৪ কক্সবাজারে দেয়ালে‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড় কক্সবাজারে ট্রেন দূঘর্টনায় প্রাণহানি; তদন্ত কমিটি গঠন ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি
August 3, 2025, 9:41 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্বামীকে জবাই করে হত্যা করলেন স্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, এপ্রিল ৯, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ ::

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং-২২ নং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবাই করে হত্যা করলেন স্বামীকে।

নিহতের নাম-মোঃ সৈয়দুর রহমান(৩২) । সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং-২২ নং ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা হামিদুর রহমানের ছেলে।
শুক্রবার বিকেলে চারটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং- ২২ নং ক্যাম্পের সি-২ ব্লকের নিজ ঘরে এ ঘটনাটি ঘটেছে ।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

এপিবিএন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কিছুদিন ধরে তারা স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। আজ শুক্রবার দুপুরের নামাজের পর স্বামীর ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে স্ত্রী সাজেদা বেগম(২৩) ঘরে থাকা দা দিয়ে স্বামীকে জবাই করেন।

স্বামীর আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন জড়ো হলে স্ত্রী পালানোর চেষ্টা করলে অপরাপর রোহিঙ্গারা তাকে আটক করে পুলিশে খবর দেয়। মারাত্মক আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্ত্রী সাজেদা বেগমকে থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা দাটি উদ্ধার করেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে ।

আটক সাজেদাকে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার বিজ্ঞ বিচারক হাকিম আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: