ঢাকা, ০১ আগস্ট – যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর আরোপিত সম্পূরক শুল্ক কমিয়ে ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশ করার বিষয়টিকে দেশের জন্য বড় সুখবর আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা আজমপুরে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ একটা ভালো খবর আছে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করেছে। মানে আমরা যেসব পণ্য রপ্তানি করব, তার ওপর ৩৫ ভাগ ট্যাক্স নেবে। ফলে আমাদের জিনিস আর বিক্রি হতো না। কিন্তু এখন পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে সেটা ২০% পর্যন্ত নামিয়ে এনেছেন। এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে অনেক কথা বলেন, ভুল-ত্রুটি আছে, অভিজ্ঞতা কম। আমি আশা করেছিলাম শহীদদের তালিকা তৈরি ও পুনর্বাসনের ব্যবস্থা হবে। তারা পুরোটা করতে পারেননি, তবে চেষ্টা করছেন।’
সংস্কার কমিশনের বৈঠক সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, অধ্যাপক মোর্শেদ হাসান খান, সাইফুল আলম নিরব, হাসান জাফির তুহিন, নুরুল ইসলাম নয়ন, রাজিব আহসান, সুলতানা আহমেদ, হেলাল খান, আবুল কালাম আজাদ, মোস্তফা জামান, এসএম জাহাঙ্গীর প্রমুখ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০১ আগস্ট ২০২৫