শিরোনাম ::
মধ্যরাতে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট ঢাকাসহ ছয় জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র-জনতাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের, যুক্তরাষ্ট্রের নিন্দা আইজিপির ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও, সতর্ক করল পুলিশ সদর দপ্তর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুমকি, ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে আখ্যায়িত করলো ভারত রাজধানীর দুই পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলো বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুন হয়েছেন কারিশমার প্রাক্তন স্বামী! বিস্ফোরক অভিযোগ সঞ্জয় কাপুরের মায়ের শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও ৫ আগস্টের ঘটনা নজিরবিহীন
August 5, 2025, 1:39 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, আগস্ট ৪, ২০২৫


ঢাকা, ০৪ আগস্ট – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নিউরোলজিক্যাল,সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এমন অনেকগুলো পিএইচডি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, শেখ হাসিনা ‘রাষ্ট্র’ ধারণাটিই বোঝেননি।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’-শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনাকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের বিতর্কিত তিন নির্বাচনের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, আগে নির্বাচন হতো, নির্বাচনে কারচুপি হতো। শেখ হাসিনা আগের সব কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছেন। ২০১৪ সালে উনি নির্বাচন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছেন। ১৫৩টা আসতে নির্বাচনের আগে নির্বাচিত হয়ে গেছেন। সারা পৃথিবীর ইতিহাসে এ রকম ভূতুড়ে নির্বাচন হয়নি। মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে। তখনও তিনি প্রায় শ’খানেক লোক হত্যা করেছেন, ১৪ নির্বাচনের পর।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এ রকম নজীর নাই। দিনের বেলা হয়, কিন্তু আগের রাতে ভরে রাখার ঘটনা নাই। ২৪ তো পাতরামির নির্বাচন। পরপর তিনটা নির্বাচন করেছে এ রকম, এ রকম ইতিহাস উপমহাদেশে এ রকম কারও আছে? নর্থ কোরিয়ার দুই একটা দেশ পাবেন, কোনো সামরিক শাসিতের আছে? মানুষকে নিয়ে ঠাট্টা করা হয়েছে, বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে।

উপদেষ্টা বলেন, নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনার মাত্রা সর্বোচ্চ অপরাধ। পরপর তিনবার তথা ১৫ বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেননি এবং কোনো রকমের অনুশোচনা নাই। এমন একটা অবস্থা, মিথ্যা যে এত কনফিডেন্টের সঙ্গে বলতে পারে, ওনাকে দেখে বিস্ময় আমার কখনো শেষ হয় না; কখনো শেষ হবে না।

রাষ্ট্র সংস্কারের কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, সুন্দর সংবিধান থাকার পরও জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ, তিউনিসিয়া উদাহরণ। যত ভালো আইন বানানো হোক না কেন আইন, সংবিধান সবইতো থাকবে। কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে। ভালো কথা তো কোরআন শরিফে আছে, এজন্য কি এ পৃথিবীর মানুষ কি মানুষ হয়েছে? আমরা কি আসলে মুসলমান হয়েছি। এটা তো ইন্টারনালাইজ করতে হবে, বুজতে হবে। আমাদের নিজেদের ভালো হইতে হবে, নিজেদের সংস্কার করতে হবে।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার আমলে যে ভাইব ছিল- একটা মালিকানার রাজনীতি ট্যাগ দেওয়ার রাজনীতি, অসহিষ্ণুতা, মিথ্যাচার-এগুলো কি দূর করেছি? এগুলো কি দূর করতে পেরেছি? এগুলো দূর করতে হলে আমাদের সংবিধান তৈরি করতে হবে? সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? মিথ্যা ট্যাগ দেওয়ার জন্য কি সংবিধান লাগবে? এসব করতে গেলে সুশিক্ষা লাগে, ভালো মানুষ হইতে হয়।

তিনি বলেন, সবাই সংবিধান সংবিধান করেন। আমার কাছে মনে হয়, ভালো সংবিধান অবশ্যই প্রয়োজন, ভালো আইন প্রয়োজন। কিন্তু প্রকৃত শিক্ষার প্রয়োজন। নিজের অন্তদৃষ্টি প্রয়োজন, আত্মসমালোচনা প্রয়োজন। এগুলা থাকলে আমরা আস্তে আস্তে সামনে আগাতে পারব।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: