শিরোনাম ::
৯৩৫ কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ কিনবে সরকার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সমাবেশ ও পদযাত্রা আগামীকাল নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি উখিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ডাম্প ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা সচিবালয়ে নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা জারি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না – DesheBideshe টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ
August 12, 2025, 9:59 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

ভারতে দুই শতাধিক পুরুষের লালসার শিকার বাংলাদেশি এক কিশোরী!

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫


মুম্বাই, ১২ আগস্ট – ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে ভয়াবহ এক মানবপাচার ও দেহব্যবসা চক্রের কবল থেকে ১২ বছরের এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, মাত্র তিন মাসে ওই কিশোরীকে যৌন নির্যাতন করেছেন ২০০ এর বেশি ব্যক্তি। ঘটনাটিতে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মহারাষ্ট্র রাজ্যের মিরা-ভায়ান্দার ভাসাই-ভিরা (এমবিভিভি) পুলিশের মানবপাচার বিরোধী ইউনিট গত ২৬ জুলাই কিশোরীটিকে উদ্ধার করে। অভিযানে সহযোগিতা করে এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমনি ফাউন্ডেশন।

স্থানীয় পুলিশ বলছে, এই অপরাধচক্রটি ভারতে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে ও এর বিরুদ্ধে কঠোর অভিযান চলবে।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান আব্রাহাম মাথাই জানান, কিশোরীটিকে প্রথমে গুজরাটের নাডিয়াদে নিয়ে যাওয়া হয় ও সেখানেই তিন মাসে ২০০ এর বেশি ব্যক্তি তাকে যৌন নির্যাতন করেন। এই মেয়ে এখনো কিশোরী বয়সে পৌঁছায়নি, অথচ মানবপাচারের এই নরপিশাচরা তার শৈশব ছিনিয়ে নিয়েছে।

তিনি আরও জানান, স্কুলে এক বিষয়ে ফেল করায় মা-বাবার কঠোর শাসনের ভয়ে শিশুটি বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় এক পরিচিত নারী তাকে প্রলুব্ধ করে ভারতে নিয়ে আসেন ও দেহব্যবসায় ঠেলে দেয়। মাথাই দাবি করেন, যারা ওই মেয়েকে নির্যাতন করা ২০০ জনকেই গ্রেফতার করতে হবে।

অ্যাক্টিভিস্ট মধু শঙ্কর জানান, ভাশি ও বেলাপুর এলাকায় আমি প্রায়ই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ভিক্ষা করতে দেখেছি। এদের অনেককে গ্রাম থেকে শিশু অবস্থায় চুরি করে এনে শহরে আনা হয় ও পরে দেহব্যবসায় ঠেলে দেওয়া হয়। তাদের অনেক সময় হরমোনাল ইনজেকশন দেওয়া হয়, যাতে তারা অল্প বয়সেই বয়ঃসন্ধিতে পৌঁছে যায়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: