শিরোনাম ::
কক্সবাজারে ১ হাজার ৩২২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি মরিচ্যা যৌথ চেকপোস্টে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী, ইয়াবাসহ নারী আটক উখিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার, দুটি মোটরসাইকেল উদ্ধার রাজশাহীতে অস্বাভাবিক হারে বাড়ছে পদ্মার পানি,‘টি-বাঁধ’ এলাকায় প্রবেশ নিষেধ জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, প্রাণ গেল স্ত্রীর মারা গেছেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় আসামিপক্ষের শুনানি আজ দেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পে সংকট ও ঝুঁকি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ
August 13, 2025, 6:30 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::
আপডেট: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

এ বছর প্রথমবারের মতো “ আর্ন্তজাতিক যুব দিব” এর সাথে একই দিনে “ জাতীয় যুব দিবস” উদযাপনের আয়োজন করা হয়েছে।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি. বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনউদ্দিনের সভাপতিত্বে অনষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক নজরুল ইসলাম ও জাইকা প্রতিনিধি জামাল উদ্দীন। বক্তব্য রাখেন, আইল্যান্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক সালমান উদ্দিন রাসেল, এনসিপি প্রতিনিধি আবু রাসেল রবিন প্রমুখ। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এসময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিবন্ধীত যুব সংঘটন মানবিক টিম কুতুবদিয়, প্রতিভা যুব কীড়া সংঘ ও আজম কলোনী জিনুক সংঘের যুব নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি শুধু হাতিয়ার নয়, উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। যুব সমাজকে প্রযুক্তি জ্ঞানে পারদর্শী করাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।বক্তারা আরও বলেন, যুব সমাজের সমস্যা সমাধানে কেবল সরকারের দৃষ্টিকোণ যথেষ্ট নয়।

স্থানীয় কমিউনিটি,যুব সংঘটন,স্বোচ্ছাসেবক টিম এবং ব্যাক্তিগত উদ্যোগের সমন্বয়ে পরিকল্পনা করলে সেটি বাস্তমুখী ও টেকসিই হয়। তাই যুবকদের চাকরি পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টির মনমানসিকতায় নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: