ইসলামাবাদ, ১২ আগস্ট – পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জঙ্গি হামলায় অন্তত ৯ সেনা সদস্য নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) এই তথ্য জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।
ওয়াশুক জেলার একজন সিনিয়র কর্মকর্তা জানান, বহু সংখ্যক জঙ্গি একটি পুলিশ স্টেশন এবং সীমান্ত রক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে তিনি বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। সন্ত্রাসীরা নয়জন সেনাকে হত্যা করে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ আগস্ট ২০২৫