চট্টগ্রাম, ১২ আগস্ট – ঘুষ না পেয়ে এক ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া এই দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন এবং কনস্টেবল মো. আজাদ।
মঙ্গলবার (১২ আগস্ট) সিএমপির গোয়েন্দা বিভাগে কর্মরত এই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল।
জানা গেছে, গত সোমবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা সাবিনা আক্তার তার ভাই জাকির হোসেনকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এনে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে মামলা করেন।
সাবিনা মামলার এজাহারে বলেন, গত ২২ জুলাই তার ভাইকে কদমতলী মোড় থেকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই দুই পুলিশ সদস্য জাকিরের পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিলে মামলায় তিন হাজার ইয়াবার বদলে মাত্র ৪০০ পিস উদ্ধার দেখানো হবে, আর দুই লাখ টাকা দিলে কোনো মামলা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হবে। পরিবার টাকা না দেওয়ায় ৪০০ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়।
মামলা গ্রহণ করে আদালত তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ আগস্ট ২০২৫