শিরোনাম ::
রাষ্ট্রপতির ক্ষমতা ও অপসারণ প্রক্রিয়ার ক্ষেত্রে যা বলা আছে জুলাই সনদে রাশিয়া একটি বড় শক্তি, ইউক্রেনের উচিত যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া গাইবান্ধায় বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন গাজীপুরে অসামাজিক কার্যকলাপে জড়িত দশ নারীসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী, জানালেন স্বাস্থ্যের ডিজি মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার উপদেষ্টা ফারুকীর সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন তিশা গাজীপুরে আগুনে পুড়ল ৪টি ঝুট গুদাম
August 17, 2025, 12:53 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

রোববার সকালের মধ্যে প্লাবিত হতে পারে ৮ জেলার নিম্নাঞ্চল

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, আগস্ট ১৭, ২০২৫


ঢাকা, ১৭ আগস্ট – পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা রোববার সকাল ৯টার মধ্যে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে আট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বর্তমানে আত্রাই নদীর পানি আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে (নওগাঁ) বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি এই সময়ে নওগাঁ জেলা সংলগ্ন আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে অবস্থান করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। তবে পরবর্তী ২ দিন নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি কমলেও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার এই নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরবর্তী ৪ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ধরলা, দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। তবে তৃতীয় দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৭ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: