শিরোনাম ::
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭০, অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ১০ লাখের ৪০ ভাগই বেকার! মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৯২৯ চকরিয়ায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ কক্সবাজারে হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, সফর মুলতবি রেখেই ফিরলেন ঢাকায় চকরিয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম, উদ্ধার করলো পুলিশ মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতাকে আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী চিকিৎসকদের নিয়ে আইন উপদেষ্টার মন্তব্যে ড্যাবের প্রতিবাদ
August 17, 2025, 9:37 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া এনআইডি-ড্রাইভিং লাইসেন্স তৈরি, গ্রেপ্তার ৫

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঘরে বসে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র ও বিপুল তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আমর্ড পুলিশএপিবিয়নের সদস্যরা।

বুধবার (২০জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া লম্বাশিয়া ১নং ক্যাম্পে আবদুল্লাহ নামক এক রোহিঙ্গার বসত ঘর থেকে তাদের গ্রপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন , মোঃ আবদুল্লাহ (৩৭),আবুল খায়ের (১৮),মোঃ ইসমাইল (৪৫),মোঃ ত্বালহা (৬০),মোঃ হারুন (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেন ৮আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রোহিঙ্গাদের ঘরে বসে মোটা অংকের টাকার বিনিময়ে অল্প সময়ের মধ্যে ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন প্রকার জাল সনদ তৈরি করে আসছিল। এ ধরনের ভুয়া জাল সনদ ও আইডি তৈরির কথা আমাদের কাছে খবর আসলে আমাদের একটি টিম ওই চক্রের সঙ্গে জড়িতদের আটকে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের ৫ জনকে গ্রেপ্তার করে।

অভিযানে তল্লাশী করে ৪টি ল্যাপটপ, ৮টি স্মার্টফোন, ৪টি পেনড্রাইভ, ২টি স্ক্যানার+ প্রিন্টার, আটাশটি অনলাইন ডুপ্লিকেট জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন, ১১ টি জন্ম নিবন্ধন তথ্য যাচাই, ৩০ টি ডুপ্লিকেট জন্মসনদ, ২০ টি ডুপ্লিকেট এনআইডি, ২০০ টি বিভিন্ন ব্যক্তির এনআইডির ফটোকপি, ২০ টি ডুপ্লিকেট এনআইডি, ২০০ টি বিভিন্ন ব্যক্তির এনআইডির ফটোকপি, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকের চেক বই ও জমা দেওয়ার বই, ০৫টি সিল, ০১ টি সমবায় সমিতির নিবন্ধন সনদ পত্র, ২০ টি শাহপুরি বাস্তহারা আদর্শ গ্রাম সমবায় সমিতি লিঃ এর সদস্য ফরম, ৩৫ টি টাকা জমা দেওয়ার পাশ বহিঃ,০৮ টি ০৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স, যার প্রত্যেকটিতে মোঃ আবদুল্লাহ নামে লিপিবদ্ধ, ০৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের জাতীয়তা সনদ সহ আরো বিভিন্ন নামের ০৪টি জাতীয়তা সনদ, ০৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ভূমিহীন সনদ-০৫ টি, আবদুল্লাহ নামের ইলেক্ট্রিক বিলের কাগজ পত্র, বিভিন্ন ধরণের জায়গা জমির দলিল ও খতিয়ান, মোঃ ইসমাইলের জন্ম সনদ ও আইডি কার্ড, মোঃ ত্বালহা এর সিটি কর্পোরেশনের জাতীয় সনদ, জন্ম সনদ এনআইডি (নকল) ও মোঃ হারুন এর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জব্দ করা হয়।

প্রাথমিকভাবে তারা স্বীকার করেন, তারা দীর্ঘদিন থেকে সাধারণ রোহিঙ্গাদের অবৈধভাবে নকল বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আসছে। সাধারণ রোহিঙ্গারা মূলত বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং বিদেশে গমনের জন্য পাসপোর্ট তৈরির লক্ষ্যে উক্ত দালাল চক্রকে মোটা অংকের টাকা প্রদান করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকতর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: