শিরোনাম ::
কক্সবাজার ও উখিয়ায় ইয়াবা বিরোধী ঝটিকা অভিযান: দুইজন আটক, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক রোহিঙ্গাদের রেশন সামগ্রী পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ আটক ১ জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির: আইএসপিআর উখিয়ায় ব্যবসায়ীকে অপহরণের চারদিন পর গহিন পাহাড় থেকে লাশ উদ্ধার উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু টেকনাফে মাছ ধরার কাঠের নৌকা থেকে দেড় লাখ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফে র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও গুলির খোসা উদ্ধার টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫

টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও একটি বিদেশি পিস্তলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (২০ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মাদক কারবারি হলেন মো. শফিক। তিনি টেকনাফের পুরাতন পল্লানপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিজস্ব গোয়েন্দা দল নিশ্চিত হয়—উত্তর জালিয়াপাড়ার চিহ্নিত পাচারকারী করিমের বাড়িতে মাদক ও অস্ত্রের লেনদেনের প্রস্তুতি চলছে। পরে বিজিবির একাধিক বিশেষায়িত দল ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালায়।

অভিযান চলাকালে করিমের বাড়িতে প্রবেশ করলে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় শফিককে আটক করা সম্ভব হলেও দুইজন পালিয়ে যায়।

শফিকের দেওয়া তথ্যের ভিত্তিতে করিমের বসত বাড়ির খাটের নিচ থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৮১৬ গ্রাম নিষিদ্ধ মাদক আইস ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে খুচরা ইয়াবা কেনাবেচার আসর বসে আসছে।

শফিককে মাদক ও অস্ত্রসহ আইনগত প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরো খবর: