কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে কচু ক্ষেতের ভিতর থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ৭ রাউন্ড মিস ফায়ারড এ্যামুনেশন ও ২ রাউন্ড খালি গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১৫।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৯ জুলাই রাতে র্যাব টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ ফুলের ডেইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জনৈক হাজি করিম উদ্দিনের বসত বাড়ীর উত্তরে অবস্থিত হ্নীলা উচ্চ বিদ্যালয়ের পাকা দেয়ালযুক্ত মাঠের পশ্চিম -দক্ষিণ কোণে কচু ক্ষেতের ভিতরে থেকে ১ টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, ৭ রাউন্ড মিস ফায়ারড এ্যামুনেশন ও ২ (দুই) রাউন্ড খালি গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করেন।
উদ্ধারকৃত অস্ত্র ও খালি গুলির খোসার পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।