শিরোনাম ::
টেকনাফে র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও গুলির খোসা উদ্ধার টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক হরতালের সমর্থনে চকরিয়ায় মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ চকরিয়ায় দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫ সৈয়দ নূরের আকস্মিক মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি- শাহজাহান চৌধুরী চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

“জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিনগুলো সম্ভবনার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়ার আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল, ইন্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আক্কাস আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার জাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স সাইন্স এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আফরোজা তন্বী,কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মামুন উদ্দিন জুয়েল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কক্সবাজার জেলার সভাপতি এস.এম কামাল উদ্দিন ও বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট এম.এ মালেক, টেকনাফ নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মুজিবুল হক প্রমূখ।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দশবছর পর হয়তো বা তোমরা রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে উন্নত ও কল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে সীমান্ত জনপদ উখিয়ার পরিচয় তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবকরা অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এতটুকু নিয়ে এসেছেন, বাকি পথ টুকু ধারাবাহিক সফলতার মাধ্যমে তোমাদের এগিয়ে যেতে হবে। মহান রাব্বুল আলামিন তোমাদের সহায় হউক। যে কোন প্রয়োজনে আমি তোমাদের পাশে আছি।

প্রসঙ্গত. পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়া এবছর ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন। অর্থাৎ ২০২০ সাল থেকে এখন অব্দি সর্বমোট ১৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন।


আরো খবর: