কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুলের নাম পরিবর্তন করে ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল, কক্সবাজার’ রাখা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই নামকরণ করা হয়।
শহীদ এলাহী মনজুর চৌধুরী তাঁর অসামান্য ত্যাগ ও দেশপ্রেমের জন্য স্মরণীয়।
নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি, রিজিওন কমান্ডার, কক্সবাজার। এছাড়াও কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস, সেক্টর কমান্ডার রামু এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী,ছাত্র-ছাত্রীদের অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এটি কক্সবাজার অঞ্চলের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি শুধু একাডেমিক ফলাফলেই নয়, বরং সহপাঠ কার্যক্রম, খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।