শিরোনাম ::
টেকনাফে র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও গুলির খোসা উদ্ধার টেকনাফে বিজিবির অভিযানে মাদক ও বিদেশি পিস্তলসহ কারবারি আটক হরতালের সমর্থনে চকরিয়ায় মধ্যরাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ চকরিয়ায় দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫ সৈয়দ নূরের আকস্মিক মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি- শাহজাহান চৌধুরী চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কান চুলকানি যে রোগের লক্ষণ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫


আপনার কি খুব কান চুলকায়? হাতের কাছে যা পান তাই দিয়েই মাঝে মাঝে একটু কানটা চুলকে নিলে আরাম পান? কখনও ভেবে দেখেছেন কানের ভিতরে কেন চুলকানি হয়? কোনও রোগের লক্ষণ কি এটি, নাকি সংক্রমণ হয়েছে?

আসলে, কান চুলকাতে থাকলে প্রথমে আঙুল দিয়ে আমরা প্রত্যেকেই খানিক আরাম পাওয়ার চেষ্টা করি। কিন্তু না হলেই আমরা চোখা কোনও কিছু দিয়ে, যেমন দেশলাই কাঠি, ক্লিপ, সেফটিপিন, পেনের ঢাকনা জাতীয় বস্তু কানের ভিতর ঢুকিয়ে চুলকাই। এতে কিন্তু ক্ষতিই হয়।

ভারতের মাদ্রাজ মেডিকেল কলেজের এমডি পুনম সচদেব জানিয়েছেন, কান চুলকানোর প্রথম কারণ হল আমাদের কানের ভিতরে জমতে থাকা ময়লা। একে আমরা ইয়ার ওয়্যাক্স বলি ইংরেজিতে। এটি আসলে শরীরের নিজস্ব পরিষ্কার করার পদ্ধতি, যেখানে মরা কোষগুলি একসঙ্গে ময়লার মতো জমতে থাকে। এর থেকে চুলকানি হতে পারে।

খুব মোটাভাবে ময়লা জমে গেলে কটনবাড দিয়ে খোঁচাখুঁচি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে কানের ড্রপ কিনতে হবে। সেটি ১-২ ফোঁটা দিলেই ওয়্যাক্স ভেঙে বেরিয়ে আসবে। তবে ঘন ঘন তা করা যাবে না, পরিমিত পরিমাণে ইয়ার ওয়্যাক্স না থাকলে কান চুলকাতে পারে।

এছাড়াও অনেক কারণে কানের ভিতরে চুলকায়। যেমন-ঠান্ডা লেগে যাওয়া, অ্যালার্জি, কোনও ধরনের সংক্রমণ, একজিমা, সোরিয়াসিস জাতীয় ত্বকের সমস্যা।

অনেক সময় কোনও খাবারের থেকেও অ্যালার্জি হয়ে কানের ভিতরে চুলকাতে পারে। বিশেষ করে কোনও ধরনের বাদাম, ফল থেকে অ্যালার্জি হলে কান চুলকায়। গলায় সংক্রমণ হলেও কান চুলকায়।

বর্ষার সময় অ্যালার্জি, ত্বকের সংক্রমণ, গলা-কানেক সংক্রমণ বাড়ে। জ্বর হলেও কান চুলকাতে পারে।

কানের সমস্যাই হোক আর শরীরের অন্য যে কোনও সমস্যাই হোক, সামান্যতে বা শুরু থেকেই একজন জেনারেল ফিজিশিয়ানের শরণাপন্ন হোন। তারপর প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আইএ

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কান চুলকানি যে রোগের লক্ষণ first appeared on DesheBideshe.



আরো খবর: