শিরোনাম ::
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে স্ত্রীসহ ভারত যাওয়ার পথে আ’লীগ নেতাকে আটকে দিলো ইমিগ্রেশন পুলিশ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট বিয়ের পর মেয়েরা চুড়ি, নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়? রাশিয়ার কাছাকাছি ‘পারমাণবিক সাবমেরিন’ মোতায়েনের নির্দেশ ট্রাম্পের মোহাম্মদপুর থানা ও রায়েরবাজার গণকবর পরিদর্শন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি ইইউয়ের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার সব কমিটি থেকে নারীদের ‘সিস্টেমেটিক্যালি সাইড’ করা হয়েছে
August 2, 2025, 12:11 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

কুতুবদিয়ায় জাটকা ধরার দায়ে দুই জেলের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

কুতুবদিয়া প্রতিনিধি;

কক্সবাজারের কুতুবদিয়ায় জাটকা ইলিশ ধরার দায়ে দুই জেলেকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটক দুই জেলে কে ৫ পাঁচ হাজার টাকা করে জরিমানা সহ এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃত জেলেরা হলেন, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার মো. ইয়াছিনের পুত্র আব্দুর রহিম রকি(৪০) ও তার ছোট ভাই মোহাম্মদ দিলদার (২২)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে চার টায় বড়ঘোপ জেটিঘাটে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে জাটকা ইলিশসহ আব্দুর রহিম রকি ও মোহাম্মদ দিলদারকে আটক করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে চার টায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় নৌবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে জাটকা নিধন ও বিপণনের অপরাধ স্বীকার করায় দিলদার হোসেন (২২) ও আবদুর রহিম (৪১) নামে দুই জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রতিজনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে, জাটকা মাছগুলো জনসম্মুখে দুটি এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: