চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনা মিয়া ও তাঁর ছেলে এবং পরিবার সদস্যদেরকে পরিকল্পিত ভাবে একটি হত্যা মামলায় ফাঁসানো চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
রোববার ১৭ আগস্ট বিকালে সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ও আতংকিত ইউপির প্যানেল চেয়ারম্যান এবং তাঁর পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনা মিয়া। তিনি বলেন, শনিবার রাতে রামপুর আবাসন প্রকল্পের পাশে চিংড়ি ঘেরের বিরোধ নিয়ে গোলাগুলিতে শেকাব উদ্দিন নামের একজন নিহতের ঘটনায় আমার বা পরিবারের কোনধরনের সম্পৃক্ততা নেই। এমনকি ওই চিংড়ি ঘেরের বিষয়টি আমার না। কিন্তু এলাকার কতিপয় মহল ইর্ষাণিত হয়ে পরিকল্পিত ভাবে এ ঘটনায় জড়িয়ে আমাকে এবং আমার ছেলে ও পরিবার সদস্যদের মামলায় আসামি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে।
ইউপির প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম বলেন, সাহারবিলের নাগরিক শেকাব উদ্দিনকে হত্যার ঘটনায় আমিও বিচার চাই। যাঁরা এই ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত করেছে, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমার মতো নিরাপদ মানুষ যাতে হত্যা মামলার মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত না হয় সেইজন্য পুলিশ প্রশাসনের কাছে জোর হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে এলাকাবাসী জানিয়েছে, নিহত শেকাব উদ্দিন আগে থেকে এলাকায় ও বাইরে নানাধরণের অপরাধ অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তাঁর বিরুদ্ধে থানা আদালতে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনসহ মোট ৬টি মামলা রয়েছে।
তারপরও আমরা শেকাব উদ্দিন সাহারবিলের সন্তান হিসেবে এই হত্যাকাণ্ডে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমরা পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা রুজু করতে দাবি জানাচ্ছি। ##